STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

আলোর হদিস

আলোর হদিস

1 min
4


সবাই নিজেকে লুকিয়ে নিতে চায়

সবাই ভাবে হায়, 

কথা বলে লোকে আজি 

স্বার্থের তাড়নায় ।।


সবাই শুধু চায় , 

সবাই করে আসা 

লালসার এই কালো মেঘে 

ঢাকে ভালোবাসা ।।


চায়না তো কেউ তোমায়

কেউ চায়না তোমার মন ,

হাসি দিয়ে লুকিয়ে রাখে 

লোভের প্রলোভন।।


তাই সবাই তোমার পর 

শুধু কথার জাদুকর

হালকা হাওয়ায় পড়বে ভেঙে

যেমন ভাঙে তাসের ঘর ।।


আজ বোলো না তাই কথা 

এই কথাই ছড়ায় বিষ 

স্বার্থ শেষ শুনতে পাবে

সর্বনাশের সিস ।।


আজি সবার মুখে মুখোশ 

সেই মুখোশ বলে কথা 

পায়না হৃদয় খুঁজে তাই

তারি সার্থকতা ।।


এই কথার মায়াজাল 

ভাঙে সম্পর্কের ঢাল 

দূরত্ব তাই বেড়েই চলে

ছিঁড়ে জীবন পাল ।।


এই মুখোশ সাদা কালো 

কিছু খারাপ কিছু ভালো

কিছু কথা বিষ ছড়ায় 

কিছু ছড়ায় আলো ।।


তাই কথার ভিড়ের মাঝে

নাও আসল মুখোশ খুঁজে 

যে ছড়াবে না বিষ 

দেবে আলোর হদিস ।।



Rate this content
Log in

Similar bengali poem from Classics