তুমিই বিচারপতি
তুমিই বিচারপতি
পাচ্ছে মানুষ অনেক কিছু
শুধু পাচ্ছেনা তো বিচার
হাজার হাজার তিলোত্তমা
হচ্ছে কামের শিকার ।।
মরছে কতো তিলোত্তমা
কি যায় আসে তাতে
বাচ্চারা ভুল করবেই
নাকি সংবিধানে বলা আছে।।
তিলোত্তমা মারা গেছে
ছোট্ট একটা কথা
বিচার চেয়ে প্রশাসনের
কেন করছো মাথা ব্যাথা।।
কতো কিছু পাচ্ছ তোমরা
আরো কত চাই
চেয়ে চেয়ে তোমাদের তো
লোভের সীমা নাই ।।
প্রতি মাসে পাচ্ছ টাকা
কতো প্রকল্প
তিলোত্তমা মরে গেছে
সেটা অতি নগণ্য।।
একটা মেয়ের জীবন
ও তার সন্মান
এই সমাজে বলোতো
তার কি বা আছে দাম।।
পাচ্ছ তো টাকা আবার
বিচার চাই কিসের
টাকা নিয়ে মা বোনেদের
সন্মান দাও বেঁচে।।
মিথ্যাই করো মারামারি
মিথ্যা আন্দোলন
কি লাভ যখন স্বৈরাচারী
নিজেই প্রশাসন।।
রাজা যদি শুনতে না চায়
প্রজার দুঃখ কষ্ট
তাহলে নিজেই ভেবে দেখো
কার হাতে দিলে রাজত্ব ।।
তিলোত্তমার বিচার চেয়ে
হলেই যখন ব্যর্থ
বুঝিয়ে দিতে হবে না তোমায়
এই ব্যর্থতার আসল অর্থ ।
সংবিধান আজ পাল্টে গেছে
পাল্টে গেছে বিচার
মা বোনদের সন্মান আজ
দুষ্কৃতীদের খাবার।।
অতি ক্ষুদ্র ব্যাপার এতো
কি আসে যায় তাতে
মরে যদি তিলোত্তমা
প্রতি নিশি রাতে ।।
দুষ্টু ছেলেরা তো দুষ্টুমি
করবে একটু-আধটু
এই কথা বলেছে আমাদের
রাজ্যের নেত্রী বৃন্দ ।।
লাভ নেই করে আন্দোলন
দিয়ে ধর্মঘটের ডাক
রক্ত জড়িয়ে নিজের
তোমার নেই যে কোনো লাভ ।।
গাছের যতই ডাল কাটো
তার থামবে না তো গতি
গোড়ায় যদি কোপ মারো
সে জখম হবে অতি ।।
সময় তেমন দূরে নয়
রাজাকে ঝুঁকতে হবে আবার
তোমার কাছেই করজোড়ে
ফিরতে হবে আবার ।।
তখন তুমিই বিচার পতি
বিচার তোমার হাতে
এবার তোমার বিবেক
তুমি বেছে নেবে কাকে ।।
তিলোত্তমার স্মৃতি যদি
থাকে মনে বেঁচে
সঠিক পথেই যাবে তুমি
সত্যকে নেবে বেছে ।।
তোমার হাতেই হবে তখন
পাপের বিসর্জন
সন্মান আবার পাবে ফিরে
তোমারই মা বোন।
