জীবন তোমার সুখের হবে
জীবন তোমার সুখের হবে
কেউ তোমারে ভালোবাসে না
কেউ তোমারে মনে রাখে না
কেউ তোমারে কাছে ডাকে না
শুধু স্বার্থ নিয়ে আসে ।।
বলবে কথা তোমার সাথে
হাসি মুখে কি আবেগে
অন্তরঙ্গ সেই চোখে তে
থাকবে অন্য ছবি ।।
বন্য সে চোখ বলবে কথা
তার পরে তে নীরবতা
কার্য্য শেষে স্বার্থ সিদ্ধি
বলবে হেসে আমি আসি ।।
আর নেবে না তোমার খবর
আসবে যাবে কত যে ভোর
ডাকবে পাখি গাছের ডালে
তুমিও একা এই বিকালে ।।
আবার তুমি হলে একা
হারিয়ে ফেলে ভালোবাসা
করুন আঁখি তল পাবে না
ব্যর্থ মনের গভীরতা ।।
আজ সমাজের ভিন্ন ছবি
কেউ জাদুকর কেউ যে কবি
কথার জালে বাঁধবে তোমায়
এমনি তার জাদু কাঠি ।।
সে জানবে তোমার মনের কথা
জানবে তোমার কোথায় ব্যথা
সেই ব্যথার ই মলম হয়ে
সে ঢুকবে তোমার হৃদয় কোনে ।।
বলবে কথা আরও বেশি
আসবে আরও কাছাকাছি
বন্য চোখে ফুটবে হাসি
চার দেওয়ালের নিভবে বাতি ।।
আবার সে এক সকাল হবে
আবার তুমি একা হবে
বিশ্বাসের ই মৃত্যু হবে
আঁখির জলে প্রকাশ পাবে ।।
যে তোমারে ভালোবাসে
থাকবে সে জন তোমার পাশে
হোক না তাতে ঝগড়া ঝাটি
ভালোবাসার এই তো রীতি ।।
প্রলোভনের পথে ভুলে
যেও না আর তুমি চলে
জাদুকরের জাদু কাঠি
দু হাতে তে দাও গো ভেঙে ।।
দু চোখ মেলে দেখে তুমি
জীবন তোমার কতো দামি
সবাই আছে তোমার পাশে
নেই তো কোনো দুষ্ট কবি ।।
জাদুকর ভন্ড কবি
দুর্নীতির ই প্রতিচ্ছবি
দিও না পা তাদের জালে
জীবন তোমার সুখের হবে ।।

