আমার বাংলা
আমার বাংলা
বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার সোনার খনি
বাংলা আমার মা ।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার মনের ভাষা
বাংলা আমার প্রথম ভাষা
বাংলাই গড়িমা ।
বাংলা আমার চিনতে শেখা
বাংলা আমার লিখতে শেখা
বাংলা আমার পড়তে শেখা
আত্মপরিচয় ।
বাংলা আমার সহজ পাঠে
বাংলা আমার কিশলয়ে
বাংলা আমার প্রথম পাওয়া
বর্ণপরিচয় ।
বাংলা নয়তো শুধুই ভাষা
উচ্চারিত কিছু কথা,
বাংলা হল মায়ার বাঁধন
বাংলা হল আত্মীয়তা ।
যত ভাষাই শিখি মোরা
যতই দূরে যাইগো চলে
মাতৃভাষা বুকে আমার
চলবো আমি তারই সুরে ।
এমন মধুর মিষ্টি বাংলা ভাষা
কে বা বলো পাবে কোথায়
ধন্য আমি সেই গর্বে
ধন্য আজি আমার হৃদয় ।
