আকাশ তুমি ?
আকাশ তুমি ?
কেন গোমরা মুখে আকাশ তুমি?
কিসের তোমার রাগ
কেন করছো বল আঁধার তুমি
মুছে আলোর সমাহার ।
বৃষ্টি কেন ঝরছো তুমি ?
কে কাঁদালো তোমায়
বুঝি আকাশ তোমায় মুখ করেছে
তাই ঝরছে অঝোর ধারায় ।
ও আকাশ তুমি শোনো না গো,
একটু মুচকি হাসো
নয়ন মেলে চেয়ে দেখো
দুঃখ সবার কত ।
আজ দিপাবলীর শুভ দিনে
সবাই কত খুশি
তুমি গোমড়া মুখে আছো বলে
সবাই হচ্ছে দুঃখী ।
তুমি একটু হাসলে পরে
বৃষ্টি যাবে থেমে
কেঁদে কেঁদে বৃষ্টিও যে
পাচ্ছে দুঃখ মনে ।
এবার তুমি আঁধার ছেড়ে
আলোয় আসো নেমে
এই দীপাবলির দিনটি তুমি
আলোয় দাও রাঙিয়ে ।
