পাওনা
পাওনা
নেই তো কোনো দিদি আমার
নেই যে কোনো বোন
ভেবে ছিলাম কাটবে যে দিন
একলা সারাক্ষণ ।
সবাই যখন দুহাত জুড়ে
পরবে রাখির ধাগা
আমার হাতটা থাকবে খালি
আমি এমনি অভাগা ।
মনকে আমি বুঝিয়ে ছিলাম
ওরে অবুঝ মন
সবার সব হয়না পাওয়া
এটাই যে নিয়ম ।
কিন্তু আমি বুঝিনি তো
বিধাতার ই লীলা
পাওনা যার থাকে তা
ঠিকই হয় পাওয়া ।
আমিও পেলাম আজি তাই
পরম তৃপ্তি পাওয়া
আমার হাত ও সাজলো আজি
বুঝলো স্নেহের মায়া ।
