স্বাধীনতা
স্বাধীনতা
রক্ত কলমে লেখা হল মোদের স্বাধীনতা
বিপ্লবীদের শব দেহ , সেই লেখার খাতার পাতা ।।
সেই খাতার পাতার মলাট হলো , শূন্য মায়ের কোল ,
চোখের জলে হারালো তার কতই আপনজন ।।
এই স্বাধীনতার পথটা মোটেই ছিল না তো সোজা ,
হাজার হাজার চোখের জলে আজও সে পথ ভেজা ।।
সেই ভেজা পথে খুঁজলে পাবে তাদের পদ চিহ্ন ,
বোমার বারুদ রক্তে মাখা দেহ ছিন্ন ভিন্ন ।।
কত শ্রাবন এলো গেলো আসবে আরও কত ,
পারবে নাতো ধুয়ে ফেলতে সেই পদ চিহ্নের ক্ষত ।।
বিধলো গুলি ফাটলো মাথা জুটলো গলায় ফাঁসি,
দ্বীপান্তরে মরলো পচে হাজারো দেশবাসী ।।
আরও কত অত্যাচারের সাক্ষী হলো দেশ ,
সবার মুখে একি ধ্বনি তুমি ভারত ছাড়ো ইংরেজ ।।
এই একটি কথায় টলে ছিলো ব্রিটিশ রাজের ভীত ,
ভারতবাসীর মুখে শুনে এই ধ্বনিত সঙ্গীত ।।
বিপ্লবীরা তুললো অস্ত্র লুটলো অস্ত্রাগার ,
কবির কলম উঠলো গর্জে চাইলো অধিকার ।।
জাগিয়ে তুললো ভারতবাসীর মনে অমোঘ জ্বালা ,
ভাঙলো তারা লৌহ কপাট জঞ্জিরতার তালা ।।
ঝরলো রক্ত পড়লো দেহ কত বলিদান ,
সার্বভৌম সমাজ আজ তারই প্রতিদান।।
অনেক কষ্টে ফিরে পাওয়া মোদের স্বাধীনতা ,
চোখের জলের অত্যাচারের করুন স্মৃতি কথা ।।
বছর ঘুরে আবার ফিরে এলো যে সে দিন,
উঠলো বেজে স্বাধীনতা জাগরণের বিন ।।
৭৮ বছর আমরা সবাই করে এলাম পার
সার্বভৌম ভারত আজি আমার অহংকার ।।
এই মাটিতেই জন্ম আমার গর্ব আমার তাই
বাড়ে বাড়ে আমি যেন এমন জন্ম পাই ।।
স্বাধীনতার শুভ দিনের জানাই শুভেচ্ছা
বুকে নিয়ে ত্রিরঙ্গা রং আমার পতাকা ।।
