STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Inspirational

3  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Inspirational

সিঁদুরের প্রত্যাঘাত

সিঁদুরের প্রত্যাঘাত

1 min
189

কবিতা - সিঁদুরের প্রত্যাঘাত
কলমে - পূর্নব্রত ভট্টাচার্য্য 

বর্বরতার পরিচয় দিলে বারবার 
সময় তো নয় তাই থেমে থাকবার ,,
চুপ করে আছি বলে ভেবো তো না তুমি
হয়ে আছে মন আজ আগ্নেয়গিরি  ,,
অনেক আঘাত সয়ে ভেঙে গেছে হাল 
এবার তুমি সাবধান থেকো পাকিস্তান ,,
পহেলগাওঁ কাণ্ডে তুমি করলে সীমা পার 
এবার তুমি শুনতে পাবে ভারতের হুঙ্কার ,,
অভিশাপ হলো তোমার পহেলগাঁওয়ের সিঁদুর 
বিনাশ তোমার ঘনিয়ে এলো নয়তো সে অদূর ,,
এই সিঁদুর খেলার প্রত্যাঘাতের এবার দেখো ফল 
ধুঁকে ধুঁকে মরবে এবার পাবে না তো জল ,,
প্রত্যাঘাতের বদলা এবার নেবে আমার দেশ 
আকাশ বাতাস উঠবে গর্জে দেখবে বিদ্বেষ ,,
এবার তোমার গুনতে হবে তোমার ভুলের মাসুল 
ধংস হবে তোমার দোষে তোমার প্রজা মাসুম ,,
রাজায় রাজায় যুদ্ধ হলে উলু খাগড়া মরে
এই অত্যাচারী রাজাকে তাই রাখতে নেই ঘরে ,,
তোমরা যারা যারা আছো এই অত্যাচারীর ঘরে 
তোমরা যদি বিরোধ করো রক্ষা পাবে তবে ,,
শুধরে যাও অত্যাচারী দিলাম আবার সুযোগ 
সিঁদুর নিয়ে খেলো যদি আবার হবে বিরোধ ,,  


Rate this content
Log in

Similar bengali poem from Classics