STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

বছর শেষে

বছর শেষে

1 min
416


বছর শেষে 

মানিক চন্দ্র গোস্বামী 


বছর শেষে পিছন পানে

খুঁজতে গিয়ে প্রাপ্তির মানে,

অতীত দিনের স্মৃতি রোমন্থনে,

     কষ্ট বেশি খুশির চেয়ে।


পাওয়া খোয়ার হিসেব কষে,

মনের অলিন্দে বেদনা পুষে,

মাস কাটিয়ে বছর শেষে,

     বিষাদ ধারা হৃদয় বেয়ে। 


বছর শুরুর শপথ লগনে,

স্বপ্নিল তারা মধ্য গগনে,

ঝড়, ঝঞ্ঝা, প্রলয়, আগুনে,

     দূর করে দিই

দুর্বিপাকে। 


আজকে বছর শেষের দিনে,

হারিয়ে ফেলে জীবনের মানে,

অনুতাপ জাগে মনের কোণে,

     ফল আসেনি শুষ্ক শাখে।


জীবন নদীর শুকনো পাড়ে,

ধ্বসছে মাটি জলের তোড়ে,

বেদনায় ভরা এ সংসারে,

     উদ্ভাবনী ইচ্ছে হয়েছে চূর্ণ। 


বাস্তব বড় জটিল সত্য,

মান সম্মান রয়েছে ব্রাত্য,

অপদার্থতা আজ মানব স্বত্ত্ব,

     অভাগার ভিড়ে খামার পূর্ণ। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract