ধৈর্য ধরো
ধৈর্য ধরো
ধৈর্য ধরো
৩/১০/২৪
ধৈর্য ধরো,
একদম বিচলিত হইও না।
বিচলিত হওয়া মানে,
লক্ষ্যের অভিমুখ পাল্টে ফেলা।
অভিমুখ পাল্টে গেলে,
ন্যায় বিচারের অপমৃত্যু ঘটবে।
শক্ত হাতে হাল ধরে,
আন্দোলন তরী বাইতে থাকো--
অবশ্যই মিলবে একদিন কুলের সন্ধান।
সব বাধা ঠেলে,
সেদিন বিচারের বাণী
আন্দোলনের আকাশ থেকে ঝরে পরবে।
ধৈর্য ধরো,
একদম বিচলিত হইও না।
@নিমিঠা
