সেরা দান
সেরা দান


Week- 52
সেরা দান
মানিক চন্দ্র গোস্বামী
যদি কোনোদিন দেখা পাই ফিরে,
কদম গাছের নিচে,
পুরোনো স্মৃতির স্মরণ সভায়
বহিব না কাল মিছে।
কি গেছে হারায়, শোকাতুর মনে
বেদনার জাল ছিঁড়ে,
নবীন ভাবনা, ঘোচাবে যাতনা
অশ্রু নদীর তীরে।
সময় যদিও বহে গেছে কত,
প্রাচীন হয়েছে কাল,
ঘাটতি রবে না হৃদয়ের টানে,
ছিঁড়িবে না তরী পাল।
চাওয়া পাওয়া নিয়ে প্রাণের আকুতি
আজও বেঁচে অমলিন,
সময়ের সাথে ভেসে গেছি দূরে
হারিয়ে ফেলেছি দিন।
যদিও স্মৃতিতে যুবা বয়সের
অবয়ব চোখে গাঁথা,
কালের স্রোতে চোখের পাতায়
জমাট বেঁধেছে ব্যথা।
বেদনার বাণী হৃদয় গভীরে,
যে রূপে পেয়েছে স্থান,
চেনা মানুষটি অচেনা রবে না
স্মৃতিটুকু সেরা দান।