শান্তি নীড়
শান্তি নীড়


Week-51
শান্তি নীড়
মানিক চন্দ্র গোস্বামী
বাঘের ঘরে ঘোঘের বাসা,
কোকিল কাকের বাসায়,
বাবুই বানায় সুনিপুন ঘর
তাল গাছটির মাথায়।
অট্টালিকায় চড়ুইয়ের ঘর
ইঁটের দেওয়াল মাঝে,
বাদুড় ঝোলে গাছের ডালে
ঘুরতে বেরোয় সাঁঝে।
দিনের বেলা প্যাঁচা লুকোয়
ঘন পাতার আড়ে,
রাতটি হলেই শিকার খোঁজে,
ওঁৎ পাতে নিশাচরে।
ইঁদুর গর্তে সাপের বাসা,
গরুর গোয়াল ঘরে ,
মগডালেতে চিল বাঁধে ঘর,
মাকড়সা দেয়াল 'পরে।
খরগোশেতে বানায় বাসা
গুপ্তপথে কৌশলে,
প্রাণঘাতী হামলা হলে
পালিয়ে বাঁচবে বলে।
কুকুর বেড়াল আদুরে বড়
মনিব ঘরে বাস,
খাঁচার মাঝে বন্দি জীবনে
পাখি করে হাঁসফাঁস।
ঘোড়া থাকে আস্তাবলে,
হরিণ ঝোপে ঝাড়ে,
পশুপাখি বাসের যোগ্য
বানায় শান্তি নীড়ে।