অপেক্ষায় এক বছর
অপেক্ষায় এক বছর
অপেক্ষায় এক বছর
১৪/১০/২৪
তুমি ছিলে তাই সব কিছু ভুলে
ছিলাম তোমায় নিয়ে মেতে,
ভেদহীন দিনে রাতে।
হেলে দুলে এধার ওধার ঘুরে
তোমায় দেখে নয়ন ভরে
হতাম ভব ঘুরে।
তুমি চলে গেলে শশুর বাড়ি
কেনো এতো তাড়াতাড়ি
হৃদয় করে ভারি?
একরাশ দুঃখ নিয়ে আছি বসে
আলোর উৎস পড়ছে খসে
সবই যাচ্ছে ধসে।
পাড়ায় পাড়ায় যতো মন্ডপ রঙিন
হলো হাড় ঝিরঝিরে সঙিন
মন তাই বেদুইন।
তুমি ছিলে মোদের এতোই আপন
ঘরে বসে না কারো মন
কষ্টকর এ যাপন।
থাকবো অপেক্ষায় এক বছর
গুনবো একটা একটা প্রহর
পেতে পুজোর খবর।
@নিমিঠা
