নিজের জন্য সময় কিনতে চলেছি
নিজের জন্য সময় কিনতে চলেছি
নিজের জন্য সময় কিনতে চলেছি,
গরমের দুপুরে নিজের পছন্দের আইসক্রিমটা যাতে মন খুলে খেতে পারি
কাউকে ভাগ দিতে হবে না সেই আইসক্রিম'র।
নিজের জন্য সময় কিনতে চলেছি,
বর্ষা এলে যাতে বৃষ্টির প্রথম ফোঁটাতে নিজের শরীর ভেজাতে পারি
মনের কষ্ট গুলো চোখের জল হয়ে যাতে বৃষ্টির জলে মিশে যেতে পারে।
নিজের জন্য সময় কিনতে চলেছি,
বসন্তের সময় মাতাল হাওয়াতে গঙ্গার পারে বসে এক কাপ চায়ে যাতে চুমুক দিতে পারি
নদীর উথালি পাতালি জল যাতে আমার পা ছুঁয়ে যেতে পারে।
নিজের জন্য সময় কিনতে চলেছি,
শীতের দুপুরে কাঁচা মিঠে রোদে চুল খুলে ছাদে বসে রোদের পরশ নিতে পারি
আর সাথে থাকবে কাঁচা মিঠে আচার।
নিজের জন্য সময় কিনতে চলেছি,
হটাৎ করে মন খারাপ হলে ব্যালকনি তে নিজের মতো করে সময় কাটাতে পারি।
রাতে কিছু খেতে ইচ্ছা করলে যাতে নিজের মতো করে বানিয়ে খেতে পারি।
রুমের একটা কোনকে নিজের পছন্দ মতো সাজিয়ে তুলতে পারি।
টাকা জমাচ্ছি অনেক টাকা যাতে নিজের জন্য সময় কিনতে পারি।
হ্যাঁ আমি নিজের সময় কিনতে চলেছি...
