STORYMIRROR

DEBJANI BOSE

Classics

4  

DEBJANI BOSE

Classics

ব্লক লিস্ট

ব্লক লিস্ট

1 min
356

আমি আজ বন্দী তোমার ব্লক লিস্ট নামক কারাগারে।

আমার অন্যায় কি আমার জানা নেই।

অন্যায়টা হয়তো অনেক বেশি করে ফেলেছিলাম;

তাই আমার জায়গা হয়েছে তোমার কারাগারে।

অন্যায়ের পরিমান আর কারনটা জানতে পারলে হয়তো জামিনের আবেদন করতাম।

না পারছি জামিনের আবেদন করতে,

না পারছি তোমার সাথে যোগাযোগ করতে।

দূরে সরিয়ে রেখেছো আমাকে তোমার থেকে।

আচ্ছা আমার নাম কি তোমার মনের কুঠুরিতে এখনও আছে?

হয়তো আছে, হয়তো বা নেই।

না থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

আমি যে অপরাধী তোমার চোখে

তার শাস্তি স্বরূপ আমার জায়গা হয়েছে

তোমার ব্লক লিস্ট নামক কারাগারে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics