ব্লক লিস্ট
ব্লক লিস্ট
আমি আজ বন্দী তোমার ব্লক লিস্ট নামক কারাগারে।
আমার অন্যায় কি আমার জানা নেই।
অন্যায়টা হয়তো অনেক বেশি করে ফেলেছিলাম;
তাই আমার জায়গা হয়েছে তোমার কারাগারে।
অন্যায়ের পরিমান আর কারনটা জানতে পারলে হয়তো জামিনের আবেদন করতাম।
না পারছি জামিনের আবেদন করতে,
না পারছি তোমার সাথে যোগাযোগ করতে।
দূরে সরিয়ে রেখেছো আমাকে তোমার থেকে।
আচ্ছা আমার নাম কি তোমার মনের কুঠুরিতে এখনও আছে?
হয়তো আছে, হয়তো বা নেই।
না থাকাটা অস্বাভাবিক কিছু নয়।
আমি যে অপরাধী তোমার চোখে
তার শাস্তি স্বরূপ আমার জায়গা হয়েছে
তোমার ব্লক লিস্ট নামক কারাগারে।
