ডিএসএলআর ইমেজ
ডিএসএলআর ইমেজ
কিছুটা আমি, কিছুটা তো নিলাজ
এই যেমন কবিতায় ইচ্ছে হলেই
বসিয়ে দেই স্ল্যাং, কারো লেখা
না লাগলে ভালো না হ’লে কবিতা –
স্ট্রেইট বোলে দেই- ওসব ছেড়ে
পানের দোকানে বসুন।এতোটা
নিলাজ যে অনুমতি-সখ্য-বিহীন
ইনবক্স ক’রে দিয়ে মেকি সুরে বলি-
‘লজ্জিত’ ;বলাই বাহুল্য -অইসকল
ইনবক্স অধিকৃত মহামান্য রমণীকূলের।
ছি ছি এই কি আমি যে আমি
নারীবাদ নারীবাদ বোলে চেল্লাই
যে আমি ‘দ্রোহ’, ‘ নির্মোহ’, ‘আগুন’,
‘অধিকার’, ‘মিছিল’,’স্লোগান’ শব্দসমূহ
চালান করে দি কবিতায়।
এই কি আমি যে আমি
অসংখ্যকে ‘তুই’ বানিয়ে
অভিজ্ঞ হিপোক্রিটের মতো লিখি-
“তুই ছাড়া আমার অন্য কোনো
‘তুই’ নেই”।
আমি তবে কে, আমি তবে কী,
আমি মুলত ভন্ড
যে সেজে থাকি সাধু
আমি বস্তুত লোচ্চা
যে সেজে থাকি সুফি সন্ন্যাসী
দরবেশ।
আহা আমি যে
কতো প্রকারের প্রকরেণ
জানি না নিজেই, শুধু জানি –
এ সমাজে অন্য ‘আমিরা’ও
হয়তো আমার মতোই ‘আমি’।
তফাৎ হলো আমি বলে দেই
আমি যা – তাই, যেহেতু
আমি এক ভয়ংকর
নিলাজ প্রকরেণ।
আর অন্য ‘আমি’গুলি
নিজের নিজেকে
প্রকাশ করতে ভয় পায়,
কারণ তারা খুব লাজুক-
বাবা মা আর সমাজের কাছে
সোনার টুকরা লালাপুপু ছেলে।
আমার একটা ছবি তুলে রাখুন,
দেখবেন -আমার সঙ্গে যথার্থ
মিলে যাবে প্রতিটি সোনার
(টুকরার) ভিতরের
ডিএসএলআর ইমেজ!
