একা একাই ভালো
একা একাই ভালো
আপনার পাশে যে- মানুষটি শুয়ে আছে খুব আপন করে,
আপনি হয়তো জানবেনই না যে তার দু:খের কারণ হলেন মূলত আপনি।কিন্তু এসব কি মুখ ফুটে বলা যায়!
আবার বিপরীতটাও হতে পারে- যে-মানুষটি শুয়ে আছে গুটিসুটি, আপনার সবচেয়ে কষ্টের কারণটাই হয়তো সে কিন্তু তার এটা জানাই হবে না কোনোদিন।
মাঝে মাঝে মনে হয়- দুটি মানুষ এক সংগে দীর্ঘদিন থাকবে পাশাপাশি আর ভুল বুঝাবুঝি হবে না- তাই কি হয়! তবুও মানুষ ঘর বেধে দীর্ঘদিন এক সংগে থেকে যায়। ভালো না লাগলেও থেকে যায়, ভালো লাগার অভিনয় করেও থেকে যায়।তবে ভালো যে লাগেই না তাও কিন্তু নয়। ভালো লাগে, ভালোবাসে; তবুও কখনো যেনো বা কোথাও একটা কিন্তু থেকে যায় আর সবচেয়ে ভয়ংকর মুহুর্তই হলো সেই কিন্তুটাকে আবিষ্কার করে ফেলা।আবিষ্কার হয়ে গেলে দু'জনেই মিথ্যে হয়ে যায়।আবিষ্কার করবার সাহস বা দু:সাহস সবার থাকে না।যার থাকে সে সবার কাছ থেকে বিচ্ছিন্ন হতে হতে একা হয়ে যায়।আর নিজেকে সান্ত্বনা দেয় - একা একাই তো ভালো, আরো বেশি একা হবার চেয়ে।

