STORYMIRROR

যুবক অনার্য

Classics

4  

যুবক অনার্য

Classics

শহিদ হাদি চত্বর

শহিদ হাদি চত্বর

1 min
6


আমি যখন শহিদ হাদি চত্বরে যাই

চাদ্দিক চিকচিক করছে রোদ্দুর

জনসমুদ্রে ব্যাপক স্লোগান -

আমরা সবাই হাদি হবো 

গুলির মুখে কথা কবো

আগুনমুখর হাদি চত্বরের প্রতিটি মানুষ  

মৃত্যুর মিছিলে হাদি হতে চায়

কারণ মানচিত্রে আধিপত্যের ছোবল

এই ছোবল থেকে মুক্তি-লড়াইয়ে

অগ্রনায়ক শরিফ ওসমান হাদি

আমি যখন হাদি চত্বরে যাই

তখন সমগ্র বাংলাদেশ হাদি হয়ে গেছে

রাত পোহাবার দেরি নেই পাঞ্জেরি


Rate this content
Log in

Similar bengali poem from Classics