তাহরিমা জান্নাত সুরভী কিংবা বাংলাদেশ
তাহরিমা জান্নাত সুরভী কিংবা বাংলাদেশ
মেয়েটির বয়স ১৭ বছর
মেয়েটি জুলাইযুদ্ধে রাজপথে
মিছিলে
বেয়নেটের সন্মুখে
দাঁড়িয়ে ছিলো
প্রাগৈতিহাসিক আবু সাঈদের মতো
শহিদ হাদি ভাইয়ের মতোই বলেছিলো-
জান দেবো জুলাই দেবো না
একদিন জুলাই শেষ হলো
জনৈক কুলাংগার
মেয়েটিকে কুপ্রস্তাব দিলো
মেয়েটি প্রত্যাখ্যান করলো
সেই জনৈক মেয়েটির বিরুদ্ধে
৫০ কোটি টাকার
চাঁদাবাজির মামলা ঠুকে দিলো
জনৈক আইনশৃংখলা
মেয়েটির কাছে চাঁদা চেয়েছিলো
চাঁদা দেয় নি বলে মেয়েটির বয়স
১৮ বছরের বেশি দেখানোর চক্রান্ত হলো
মেয়েটিকে কারাগারে নেয়া হলো
রিমান্ডে দেয়া হলো
কারাগারে নেয়া হলো বস্তুত বাংলাদেশ
রিমান্ডে দেয়া হলো বস্তুত বাংলাদেশ
বাংলাদেশ
যে দেশটি স্বাধীন হবার পরেও বার বার পরাধীন
কোন এক জনৈকদের কাছে
কোনো এক অন্য ভূগোলের কাছে
