STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

জমাট রহস্য

জমাট রহস্য

1 min
348


Week- 49

জমাট রহস্য 

মানিক চন্দ্র গোস্বামী 


জমাট রহস্য জীবনের প্রতি পলে,

অজানা আঁধার কালে

পেরিয়ে যাবার ফলে,

সব রহস্য জমা রয়েছে আদি অনন্ত কালে।


শরীরী রহস্য ফোটে চলার ছন্দ তালে,

নিভৃত মনের কোলে,

হৃদয়ের বেড়াজালে,

চাপল চাহনি মাখা অক্ষি তারার নীলে।


রহস্য গোপনে আছে নীল সাগরের জলে,

অশান্ত তরঙ্গ হিল্লোলে,

কাঁদে তট অবহেলে,

রহস্য ঘনীভূত রয় সিন্ধুর অতল তলে।


আগামীর রহস্য ঢাকা কল্পনার জটাজালে,

ভবিতব্যের কোলে,

পাখা মেলে এলোমেলে,

শয়নে স্বপনে চিন্তার রেখা কি যে আছে পোড়া ভালে।


রহস্য রয়েছে পায়ের নিচে শক্ত মাটির তলে,

রোদ, বৃষ্টি, জলে,

খোদাই করলে মেলে,

পরিশ্রমে ভরবে গোলা সোনায় মোড়া ফসলে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract