শরতের আশা
শরতের আশা
কবিতা গুচ্ছ
শরতের আশা
নিখিল মিত্র ঠাকুর
২৬/১০/২৪
সেই শৈশব থেকে ঘুম জড়ানো চোখে
শিশির ভেজা গায়ে তোমায় দেখে
শিউলি ফুল মুঠোয় রেখে
গেছি তোমায় ডেকে
এতকাল থেকে
শরৎ
নহবৎ
দীঘির জলে,
কমল শালুক দোলে
সবুজ ঘাসের শাড়ির আঁচলে
রঙ বেরঙের প্রজাপতি উড়ে চলে
আর আমি হারিয়ে যেতাম তোমার কোলে।
যৌবনে দেখি তোমার টানে আসছেন উমা
আছেন লক্ষী সরস্বতী গণেশ মামা
স্কুলের ছুটিতে হলো রমরমা
পড়েছি নতুন জামা
বাজে ধামা
মন্ডপে
সমীপে
আছে তারা
রূপে নজর কাড়া
আড় চোখে তাকাই যারা
সঁপেছি যাদের হাতে হৃদয় সারা
তাইতো শরৎ তুমি করেছো পাগল পারা।
বৃদ্ধ বয়সে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে
শরৎ তোমায় দেখে আকাশ পটে
বিদায় নিতে বর্ষা ছোটে
কাশের নিদ্রা টুটে
নদীর তটে
এসে
ভেসে
যায় সুরে
দূ্রে বহু দূরে
সারা ভুবন জুড়ে
আসছে উমা আগমনী সুরে
একটি বছর পরে কৈলাস ঘুরে
অশুভ শক্তির বিনাশ করতে বাপের ঘরে।
