জীবন সমুদ্র
জীবন সমুদ্র
জীবন সমুদ্র
নিখিল মিত্র ঠাকুর
৬/১১/২৪
জীবনে চলার পথে যখনই পড়েছে কোনো মোড়
এসেছে কারো প্রয়োজনের দোর
হাত ছেড়ে ঢুকে পড়েছে সে প্রয়োজনের অন্তরে
প্রিয়জন হারা আমি ঢুকেছি হাহাকার বিবরে।
সমুদ্রের ঢেউয়ের মতো এলো কতো মানুষ
নিয়ে চোখে মুখে আত্মীয়তার ফানুস,
বারেবারে আমার হৃদয় তীরে,
ফিরেও গেল তারা সময়ের হাত ধরে স্বার্থের গভীরে।
কত জনই বা রইলো পড়ে?
স্মৃতি পটে মুখ দেখে শুধু দীর্ঘশ্বাস পড়ে ঝরে,
যদি দেখতে যায় হিসেব করে মানবতা দূরবীণে
শূণ্যের মিছিল হবে অসীম অপূর্ণ শৃঙ্খলে ---।
এ মানব জীবন এক অপার সমুদ্র রে পাগলা
অবিরত চলে ঢেউয়ের আসা যাওয়া,
বৃথাই হৃদয় মন বলে একে বা ওকে আগলা।
@নিমিঠা
