যতো গর্জে ততো বর্ষে না
যতো গর্জে ততো বর্ষে না
যতো গর্জে ততো বর্ষে না
নিখিল মিত্র ঠাকুর
২৬/১০/২৪
কাতারের দেওয়া নাম নিয়ে
ঐ ঘূর্ণিঝড় দানা
করবে সে অনেক ক্ষয়ক্ষতি
সেটাই ছিল জানা।
উড়িষ্যায় করলো ল্যান্ডফল
তীব্র গতি বেগে,
করলো ক্ষতি গ্রামে গঞ্জে
তারপর গেল ভেগে।
শহরে এলো তার কান্না
ঝম ঝমাঝম বৃষ্টি
হেথায় ঢুকতে আছে মানা
করতে অনাসৃষ্টি।
ডানা মেলে উড়ে গেল
কোথায় যেন দানা?
যতো গর্জে ততো বর্ষে
না,আছে তা জানা।
