ভাইফোঁটা
ভাইফোঁটা
ওঁ স্মৃতি স্মরণে সাপ্তাহিক কলম উৎকর্ষ উৎসব বিশ্বনাথ চৌধুরীপর্ব-২৩২
বিষয়:- স্মরণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়/ ডূত চতুর্দশী/শক্তিময়ী শ্যামা/ ভাই ফোঁটা।
বিভাগ :- কবিতা।
শিরোনামঃ ভাই ফোঁটা
কলমে :- নিখিল মিত্র ঠাকুর
৩০/১০/২৪
জানা যায় পৌরাণিক কাহিনী অবলম্বনে
লেখা আছে স্কন্দপুরানে,
কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে
যমুনা নিমন্ত্রণ করছিল
ভাই যমকে সেই কোন্ অতীতে।
দীপাবলি উৎসবের চতুর্থ দিনে বোন যমুনা
ভাইয়ের মঙ্গলে সেরে উপাসনা,
দিলেন এঁকে চন্দন ফোঁটা যমের কপালে
খেতে দিলেন সুস্বাদু খাদ্য
নিজের হাতে রান্না করে সেকালে।
যমদেব খুশি হয়ে বোনকে চাইতে বলেন বর
আসলে ভাই এইদিনে বোনের ঘর,
আর বোন দিলে চন্দন ফোঁটা ভাইয়ের ভালে
বলো তোমার আশীর্বাদে
রদ হবে ভাইয়ের মৃত্যু অকালে।
এই দিনে ভগবান কৃষ্ণ নরকাসুর বধ করলেন
বোন সুভদ্রার কাছে গেলেন,
সুভদ্রা ভাইয়ের কপালে দিলেন সেদিন ফোঁটা
খেতে দিলেন সুস্বাদু মিষ্টি
সেদিন হলো উৎসব ভাইফোঁটা।
সেই থেকে এই দিনেই ভাইফোঁটা হয় পালন
বোন করে এই মন্ত্র লালন,
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা॥
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।
আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥"
