আবেগ বিবেক
আবেগ বিবেক
অমলতাস
আবেগ-বিবেক
নিখিল মিত্র ঠাকুর
৭/১১/২৪
সে
এক ভীষণ
লড়াই,বাঁধলো সেথায়,
আবেগ বলে ভোগে আছে
যতো সুখ, বলেই আমার বিশ্বাস
ভোগের ফলে দেহে আসে পুষ্টি বল
বিবেক বলে আবেগ তুমি করো ছল
পাপের ভারে ওঠে সবার নাভিশ্বাস
যেতে চায়না মানুষ কাছে
ত্যাগ করে তাই
মেনে শাসন
যে।
