STORYMIRROR

Santana Saha

Classics Others

3  

Santana Saha

Classics Others

অমর তোমার স্মরণে

অমর তোমার স্মরণে

1 min
392

শৈশবে প্রথম তোমার দেখা পাই

সাদা কালো আঙিনায়।

বুঝিনি সেদিন তুমি কি...

তবে আজ বেশ বুঝতে পারি জানো,

মহানায়কের বিজয়শঙ্খের গগনভেদী 

ধ্বনির সমান্তরালে নিজের গৌরব পতাকা 

উড়িয়ে দেওয়া কতটা কঠিন কাজ ছিল...!

তবু তুমি তা স্বমহিমায় করে গেছ অতি অনায়াসে...

তোমার প্রতিটি চলচ্চিত্রের চালচিত্রে রেখে

গেছ স্বাতন্ত্র্যের স্বাক্ষর।

যৌবনের সূচনালগ্নে বহুবার খুঁজে পেতে চেয়েছি 'সাত পাকে বাঁধা' -র সেই আত্মসম্মানী সুখেন্দুকে...

কখনও বা হারিয়ে গেছি নিষ্পাপ শৈশবে,

তোমার 'হীরক রাজার দেশে' দেখে,

কি নায়ক, কি খলনায়ক, কি গোয়েন্দা বা শিক্ষক সব চরিত্রেই তুমি ছিলে অনন্য...

'বেলাশেষে' তে এসে এক চিরন্তন শিক্ষা

দিয়ে গেলে আমাদের...

বয়সের ভারে কখনও নুয়ে পড়তে দেখিনি তোমাকে, কখনও বুঝিনি ঐ সদাহাস্য মুখ দেখে

কোন সাংসারিক কষ্টের অস্তিত্ব....

শিখিয়ে গেলে কাজের ক্ষেত্রে বয়সটা কোন বাঁধা নয়...

আজীবন যোদ্ধা তুমি, মৃত্যুর আগেও মরণপণ যুদ্ধ করে তবেই বরণ করলে মৃত্যুকে...

তবু অমর হয়ে রইলে তোমার নাটক, চলচ্চিত্র আর কবিতায়...

চাইলেও সবটুকু অস্তিত্ব মুছে ফেলা যায় না,

পরপারের এপারেও কিছু থেকে যায়....



Rate this content
Log in

Similar bengali poem from Classics