STORYMIRROR

Santana Saha

Abstract Tragedy

3  

Santana Saha

Abstract Tragedy

পরিযায়ী

পরিযায়ী

1 min
226

ভালোবাসার রাজপথ বেয়ে ওরা আসে,

ঠিক যেমন আসে কোরাল পাখির দল।

ওরা আসে, বাসা বাঁধে, বুকের ভিতরে

বসন্তের গুলাল ছড়ায়, শেওলা ধরা হৃদপ্রকোষ্ঠে

মনে হয় চলে গেছি, সব পেয়েছির দেশে,

যখন ভরে ওঠে কুঠুরিগুলো,

কোনটা সুখে, কোনটা স্বস্তিতে,কোনটা বা শান্তিতে

কখনও বা উপচে পড়ে ধুয়ে দেয়,

দীর্ঘশ্বাস লাগা উঠোনটাকে

যেমন করে কোরাল পাখিগুলো, প্রেমকাকলিতে

ভরিয়ে রাখে, ফ্যাকাশে, বিবর্ণ গাছের ডাল দিয়ে

তৈরি করা তাদের নীড়টাকে.

তারপর ডিম পাড়ে,জন্ম দেয় ফুটফুটে ছানা।

গ্রীষ্মের অশনিসংকেত, মন বুঝে ওঠার আগেই,

দেখতে পায় ওদের বিদায়উড়ান!..

তাপদগ্ধ মন দেখে, ওদের সাথে ডানা মিলিয়েছে

সযত্নে লালিত অজস্র অজস্র স্বপ্ন,

কোরাল পাখির ছানাদের মতোই...

নির্নিমেষ দৃষ্টিতে ওদের চলে যাওয়া দেখতে দেখতে,

বোকা মন বোঝে এবার,

ওরা ছিল পরিযায়ীর দল...



Rate this content
Log in

Similar bengali poem from Abstract