STORYMIRROR

Santana Saha

Romance Classics

3  

Santana Saha

Romance Classics

সান্নিধ্য

সান্নিধ্য

1 min
374

কতদিন হারিয়ে যাওয়া হয়নি, তোমার অফিসের

দিনে, ত্রস্ত গতিতে টিফিন করার ব্যস্ততায়...

অনুভব করা হয়নি কতদিন, ভুলে ফেলে যাওয়া

তোমার মানি-ব্যাগটা ছুটে গিয়ে দেবার তৃপ্তি...

কতদিন দেখা হয়নি, অফিসে বেরোনোর আগে,

বাবা-ছেলের মুখে বিদায় সম্ভাষণের প্রশান্তি...

ভেসে যাওয়া হয়নি কতদিন , অফিস থেকে তোমার

একটা ফোনকল পাবার অপেক্ষার রোমাঞ্চে...

কতদিন ঘ্রাণ নেওয়া হয়নি নাকের কাছে নিয়ে,

তোমার অফিসফেরত শার্টটার পারফিউমের গন্ধের...

পরিস্থিতি বোধহয় এভাবেই প্রাত্যহিকতার গায়ে মরচে

ফেলে দিয়ে, তাকে রূপান্তরিত করে স্মৃতিতে...

এখন তুমি সারাক্ষণই দৃষ্টির সীমানার আওতায়,

তবুও সবসময়ই কর্মব্যস্ততার আবরণে আবদ্ধ ।

মনকেমনের ঝোড়ো হাওয়া, সেই আবরণে,

ধাক্কা খায় বারবার...

তাই বোধহয় একঘেয়েমির প্রলেপ পড়ছে,

সমস্ত রোমাঞ্চ আর মুগ্ধতায়...

তবু কোন এক নিস্তব্ধ দুপুরে, আমার একলা অনুভূতিগুলো ঝরে পড়ে ,

বারান্দার এক কোণের নির্জন নিরালায়...


Rate this content
Log in

Similar bengali poem from Romance