অমৃত জগত
অমৃত জগত
বন্ধনের দ্বারে রুদ্ধদ্বার
রাখি বন্ধনের পারাবার
এনেছিলেন বিশ্বকবি
রবীন্দ্রনাথ, এই মিলন ছবি
দূর হোক ভেদাভেদ হিংসা নিন্দা
মানুষে মানুষে প্রকট বিতৃষ্ণা
মিলনের মধুরতা পৃথিবীতে সাজুক
রাখির বন্ধন দিয়ে বিশ্ব বন্ধন জাগুক।
বোনের ভাই ভাইয়ের বোন
মিলনের ক্ষণ হোক অটুট বুনন
সবে সবেরে রাখি পড়ানোর নীড়ে
ভরে উঠুক মন-প্রাণ মিলনের দুয়ারে।
পথের সীমা আজ দুরন্তে ভাসে
নাই প্রেম নাই হৃদি নাই আত্মিক পিয়া সে।
কেবলই যেন বদ্ধ আমি আমার জগৎ
হৃদয় বন্ধনহীন এক নিষ্ঠুরতাই
মহৎ।
ত্যাগের বন্ধন আর মিলনের খন
রাখিতে বাঁধিয়া যেন হয় অনুরণন
হিন্দু আর মুসলিম এর এই জগতটাকে
মুছে, ভাতৃ বন্ধনে ,বন্ধন রক্সা বন্ধন পটে।
মোরা যেসব একই আত্মা য়
একি সৃষ্টির কাল
ভেদাভেদ যে মনের কোণে
এক মানুষের ই ঢাল।
মুছে যাক সব কিছু
সৃষ্টির সেই আদিতে
নর আর নারী ছিলেম
শুধু এই প্রকারন্তে।
ভাতৃ বন্ধন, বন্ধু প্রীতি সোহাগে হোক রচিত
রকসা বন্ধন অটুট হোক মন
বন্ধনে রক্ষিত
একে অপরের ভালবাসায় মুগ্ধ জীবন মহৎ
দুঃখ দুর্দশার পাটে হোক পৃথিবী অমৃত জগত।
