জীবন তরীচম্পা রায়25/10/2021
জীবন তরীচম্পা রায়25/10/2021
থেমে থাকার নয় কিছু
অপর কারো জন্যে
আপন পথে আপনি চলে
কেন কাঁদো ওগো মানব মানবী
হৃদি কষ্টের অরণ্যে।
পথ তো চলার আপনি আপনি
সুখ, দ্বন্দ্ব যা কিছু সব
আপন পথের আপন ঠিকানায়
বয়ে চলে অধিরথ।
মিছেই মোরা ছুটি হেন দিক
আগাছার গাছা মন বিদিক
জ্ঞানশূন্য অহেতুক ধূলি
গর্জে, গর্জিয়া মাথায় তুলি।
মনটারে শুধু অবচেতন বিনে
চেতনার দিশা হৃদয়ে এনে
ভালবাসার গভীরতার মনে
শান্তির নীড় আসবে দিনে।
প্রেম,প্রীতি সব ছন্দে দুলি
মনটাকে আকাশ-কুসুমে তুলি
নিরবের ভবনায় তিয়াস মেলি
জগত সুন্দর, জগতেই ভুলি।
জীবন মানেই কষ্ট সে কথা
জানে সর্বজন বিধিতে
জীবন মানে প্রেমময় দৃঢ়তায়
অনাবিল দৃষ্টি আলোকে।
মনের ক্ষুধায় সবকিছু মুছে
ভালোর দিকে চাওয়া
মন্দ মুছে ভালো কে চেয়ে
জীবন তরী তে বওয়া।
