মন মিলন
মন মিলন
আমি যে এক রসের ধারা
মনের মধু ভরি
প্রানো ভরিয়ে রস চড়িয়ে
হৃদয়ের মেঘনা ধরি।
মন ভেজে রসের ধারায়
হৃদয় দহন জ্বালায়
প্রানো ভরিয়ে গহন বনে
আপন চঞ্চলতায়।
থরথর বেগ কাঁপে হৃদয়
অনেক মধুর ধারা
প্রানো শুকিয়ে আকাশ ভাঙ্গা
হৃদয় দহন হারা।
ভালোবাসার স্পন্দন গুলো
নিরব মেঘের মতো
এক প্রান্তে ছুটে চলে
অপরপ্রান্তে নত।
বাতাসের সেই কনা গুলো সব
আঁকড়ে রাখে যে তারে
বর্ষণ ধারা অবারিত ধারায়
ঝরায় বিহগী সুরে।
ডানার মাঝে ঝাপড় ঝাপড়
মন্দ মৃদু সংগীত
উড়বার পর কখনো বোঝায়
আমি যে চমকৃত বিদ্যুৎ।
মেঘের কোলে খুঁজে ছিলেম
প্রেমের নিবেদন
একলা পথের একলা চলায়
হল না যে মন মিলন।
