STORYMIRROR

Champa Roy

Tragedy

4  

Champa Roy

Tragedy

পিয়াশ

পিয়াশ

1 min
687

পথ চলতে চলতে থামার পিয়াশ

পূর্ণ পূর্ণিমার চাঁদের আলো

ক্ষুদ্র কণার অপার মহিমায় মনোনিবেশ,

ডুবতে এক সে ভালো লাগারই ভালো।


বইয়ে যাওয়া মন বইছে, কেবলই বইছে,

না! খড়কুটোর মত নয়

আবেগের ভাসমান, নীলগিরি, তপোবনের মত

হৃদয়ে আঁকছে স্থিরতার সোপানে

এক অভিযান, যা হয়।


ধীরে ধীরে সাগরের গান কোথা থেকে কোথা

রোদ ঝড়া দুপুরের নিরব বারতা

গভীর অরণ্যের অচেনা বেদন

ভরে যায় হৃদয়ের কোনে কোনে তারই অনুরণন।


হে পিয়াসি তবুও বেদনার জাগ্রত অনুখন

ডেকে ডেকে, কানে কানে সর্বদা বলে, এখন

হারিয়ে হারার চেনা বেদনার ছায়ায়।

চন্দ্রিমা রাত, মন ডেকে বলে আয়, আয়।


পিয়াসের এর তরীতে মন ছোটে কিনারে চাঁদের

আলোর চাদরে মুড়ে নিজেকে ভাসিয়ে দূরের, জানিনা কত দূরে র!

নিবিড় কোন অরণ্যের রূপ বিলাসিতা

মন আঁকে কত রূপকথা, অজানায় থেমে যায় সেই গভীরতা।


পথ চলতে চলতে থামার পিয়াস

থেমেছি, দেখেছি, গেথেছি মনের প্রতিটি কোণ,

শূন্যতায় ভরা এক বুক স্বপ্ন বলে যায়,

বলে যায় নিবিড় একাকীত্ব। 

রোদনের পারে বুঝি নেই কোনো থামার সত্ত্ব।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy