STORYMIRROR

Champa Roy

Abstract Fantasy Others

3  

Champa Roy

Abstract Fantasy Others

ফাঁক

ফাঁক

1 min
390


প্রভু গো তোমার চরণ ধূলি কণা যত

মাথায় লইব তুলি'

বিসর্জন এর বিদায়ী সুরে প্রেম লন্ঠন

দুর সুদূরে ভেসেছে আলোয় মেলি।


দূরের রেখার মিশে যাওয়া আলোয়

মন কেমনের সুর

বেজে উঠলো ওই বিদায় বেলার

বেদনা মনের বিদুর।


শরৎ মেঘের সাদা তুলোর

ঝিলিমিলি রোদের ফাঁকে

তাপ ,সন্তাপ মুছে হেথা তিনি

এসেছিলেন পূর্ণ জাঁকজমকে।


চারটি দিনের আলোর ধারায়

বন্যা বইয়ে দিলেন

পুজোর গন্ধে মাতল জাতি

জগতবাসী মাতলেন।


সেই সুভাষের আশীষ

 টুকু

মাথায় পেতে চাই

তোমার চরণে নত মস্তকে

পরম পাওয়া তাই।


ঈশ্বর তুমি ভগবান তুমি

তুমি মোদের নাথ

ওগো গুরুদেব ভরে না হৃদয়

রয়ে যায় অন্তর ফাঁক।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract