হৃদির দোলা
হৃদির দোলা
কবিতার গায়ে গন্ধ থাকে
লোমহর্ষক ছোঁয়া
কবিতার বাতায়নে জানালার ফাঁকে
মনের কথা কওয়া।
কবিতা ভাবায় ,হৃদয় জুড়ায়
শান্ত ,স্নিগ্ধ সতেজ
কবিতা মনের দুয়ার খুলে
পাড়ি দেয় বিশ্ব প্রদেশ।
মনের লেপনে কবিতা আঁকায়
কত রঙের ছবি
দুঃখ-বেদনা ভাসিয়ে তোলে
আবার উদীত সুখের রবি।
রাঙামন কে কাঁদিয়ে তোলে
হাস্যরসের বিদূর
কখনো আপন কখনো পর
কখনো দূর - সুদূর।
আপন পথের তিমির সেখানে
বয়ে চলে নিজেরি ধারায়
মন সুখ কর, মন দুখ কর
মন যে পাগল পাড়ায়।
ন্যায়-অন্যায় বোধ সীমা বোধ
আপন খেয়ালে চলে
কবিতার ছন্দে নবকথা ধন
নবীন হর্সে বলে।
দুঃখ-বেদনার যা কিছু থাক
সবই আপন চলা
কবিতা শক্তি, কবিতা স্মৃতি
কবিতা হৃদির দোলা।
