একপেশে
একপেশে
চোখ ফুটেছিল সৃষ্টি হতেই
মন ফোটেনি ধারায়
অবারিত ধারায় মন কবেকার
সৃষ্টি নন্দন চালায়।
দেখে যায় সে যে দুচোখ ভরে
সৃষ্টি নন্দনের বাহিত সুরে
মন তাঁর ই ধারায় কখনও আকুল
আবার ব্যাকুল বাহিত সমিরে।
চোখের মাঝে রঙিন ছবি
বিগলিত নয়নে ভাসে
ভাসমান রেখায় মন কখনও
মেঘের কালো রূপে ত্রাসে ।
বিহগীর চোখ ডানা মেলে ফেরে
দূর দিগন্তের ছায়
মন পাখি সুর বিলায় সুরে
কখনও বেসুর বিলায়।
চোখের মর্মে মনের মর্ম
বেদন, স্নিগ্ধ সুরে ভাসে
চোখের তারায় সেই ছবিখানি
কখনো কাঁদে , আবারও হাসে।
নদীর গর্ভে ঝিলমিল বাতি
সে তো তাঁর ই লিলা ভরা তাপ
মন যেন কবেকার ছন্দ দুলানো
চোখে হরে রুপ ছাপ।
মন ভোলানো ছবিখানি যখন
অরূপ রূপে ভাসে
চোখ যেন তায় অবুঝের ই নেশায়
দর্শনে হয় একপেশে।
