এক বুক জালা
এক বুক জালা
যদি জানতেম হৃদয়ের কোলে ঘন্টির ধনী
মর্মাহত আবেগে ভেসে চলে
করুন সুরে হৃদয়ের তাপ বিতরণ
সৃষ্টির সুধায় অনাসৃষ্টির এক ভিক্ষার আবেদন।
জানাতাম জানাতাম মেঘ-বৃষ্টির কোলে
জানাতাম তাদেরকে সবুজ বনানী মেলে
পাখিদের সুরে মাখা তাম না সুর ঢালি
আমি কেবলি নিজেরে নিতেম ভুলায়ে আগন্তুক গলি।
প্রজাপতির পাখায় রঙ বে রঙের ফোটা
মন ভাবায় এক নিভৃত অপূর্ব ভাবনা
ভেঙে যায় ডানা দুটো অচিরেই ঝরে
সৃষ্টির সুধা কেন এমনে সৃষ্টিতে মরে।
জন জন প্রতি জন লাগাতার অনুধাবন
বিরহের সুর যেন প্রতি ক্ষণে ঢলে
যন্ত্রণার আবেগ খন প্রতিক্ষণ প্রতি ক্ষণ
মুহূর্ত ব্যাপী প্রতি মনে খেলায় খেলে।
এ কি যুগের দহন প্রতিমণ প্রতিক্ষণ
পৃথিবীর অযাচিত ধারা বয়ে যায়
আকুল মনের ব্যাকুলতা সুর বয়
সেই সুর ডানার পঙ্খী না উড়ায়।
ওগো সৃষ্টি তুমি থামো আর হইওনা ব্যাকুল
অন্তর ভেসে যায় বেদনার পার পায়
অবাক জগতের অবাকের ছলে
প্রতি পলে পলে, ওগো প্রতি পলে পলে।
ওগো পৃথিবী তুমি জান কি, কিসের সুধা?
নাই
সুধা নাই, বারি নাই, বয়ে চলা মনের তরি
আছে কষ্ট যন্ত্রণার, নির্দয় তালা
মন বড় ভারে চলে, এক বুক জালা।
