STORYMIRROR

Champa Roy

Classics

4  

Champa Roy

Classics

শীষের নীড়ে

শীষের নীড়ে

1 min
518

দূরের মাঠের সোনার খেতে

হাওয়ায় দোলা দোলে

ধানের শীষের রঙিন সোহাগ

মন রাঙিয়ে তোলে।


সোনার বরন সোনায় মাখা

সোনার দেশের গা

হাসছে যেন হৃদির ত্বরণ

সোহাগ ভরায় মা।


আদর মেখে সোনার গায়

দূর সুদূরের মেলা

সোনার দোলায় হৃদয় ভরে

অপূর্ব এই বেলা।


শরৎ শেষে হিমেল বেশে

হেমন্ত গান গায়

ধানের শীষে দোয়েল, শ্যামা

ঠোঁটের আদর বুলায়।


গান গেয়ে তারা হাওয়ায় ভাসে

কত রঙের ছবি

হেমন্তের সুরে বলতে থাকে

মোরা যে এখন কবি।


পাকা ধানের গন্ধে আদর

মন ভাসিয়ে নেয়

ধানের গোলার সোনার চাদর

বরন হয়ে রয়।


মিঠেল রোদের মিঠেল পিয়াস

ধান সিড়ি টির তীরে

মন কেমনের ছন্দ হারায়

ধানের শীষের নীড়ে।ন


Rate this content
Log in

Similar bengali poem from Classics