শীষের নীড়ে
শীষের নীড়ে
দূরের মাঠের সোনার খেতে
হাওয়ায় দোলা দোলে
ধানের শীষের রঙিন সোহাগ
মন রাঙিয়ে তোলে।
সোনার বরন সোনায় মাখা
সোনার দেশের গা
হাসছে যেন হৃদির ত্বরণ
সোহাগ ভরায় মা।
আদর মেখে সোনার গায়
দূর সুদূরের মেলা
সোনার দোলায় হৃদয় ভরে
অপূর্ব এই বেলা।
শরৎ শেষে হিমেল বেশে
হেমন্ত গান গায়
ধানের শীষে দোয়েল, শ্যামা
ঠোঁটের আদর বুলায়।
গান গেয়ে তারা হাওয়ায় ভাসে
কত রঙের ছবি
হেমন্তের সুরে বলতে থাকে
মোরা যে এখন কবি।
পাকা ধানের গন্ধে আদর
মন ভাসিয়ে নেয়
ধানের গোলার সোনার চাদর
বরন হয়ে রয়।
মিঠেল রোদের মিঠেল পিয়াস
ধান সিড়ি টির তীরে
মন কেমনের ছন্দ হারায়
ধানের শীষের নীড়ে।ন
