ভালোবাসার সন্ধানী পথিক এক
ভালোবাসার সন্ধানী পথিক এক


নিস্তব্ধতা কে দূরে ঠেলে
কল্পনার মেঠোপথ ধরে হেঁটে চলা,
মন ভোলা এক পথিককে পায় খুঁজে,
যে তার প্রেয়সীর সন্ধানে ক্লান্ত,
ভবঘুরের মতো ঘুরে চলে সে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,
মেঠো পথের পাশেই সেই যে গৃহ
সেখানেই তাকে তার প্রেয়সী এক,
তাকে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠে
তা সত্ত্বেও ,তার কাছে পৌঁছানোর
কোনো উপায় নেই হাতে,
সে জানে তার প্রেয়সী
এক সভ্য সমাজের মেয়ে,
তার মতো নিম্ন বর্ণের কে কি আর
উচ্চ বর্ণের পরিবারের কেউ মানতে পারবে,
সে তাই প্রেয়সীর গৃহের পাশেই
মেঠো পথ ধরে আনমনে ঘুরতে থাকে,
কখনো পথের ধারে বসে প্রেয়সীকে ভাবে,
যখন প্রেয়সী জানালা দিয়ে
তার দিকে উৎসুক নয়নে দেখে,
সে তখন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে উঠে,
তখন অন্য কোনো পথিক তার মুখে
পাঁচ দিন নিতান্তই অনাহারে
থাকার ছবিটা স্পষ্ট খুঁজে পায়,
আর তার মুখ থেকে তার প্রেয়সীর নাম ছাড়া
আর কিছুই শোনা যায় না ৷