STORYMIRROR

PRASANTA GHOSH

Abstract Romance

3  

PRASANTA GHOSH

Abstract Romance

হেঁটেই চলেছি

হেঁটেই চলেছি

1 min
74


চন্দ্রালোকিত আকাশের নীচে,

জোনাকির আলোর জোছনায়,

নিঃসঙ্গ রাস্তার বুকের উপর

দিয়ে চলছি তুমি-আমি,

বাহু বন্ধনে আগলে রেখেছি তোমার কোমল হাতখানি,

প্রেয়সী তোমার সাথে হেঁটেই চলেছি,

মিষ্টি প্রেমের বন্ধনে আবদ্ধ হতে আজি,

জানিনা কোথায় আমাদের এই যাত্রার শেষ?

তবুও হেঁটেই চলেছি এক অজানা গন্তব্যে,

কেউ হয়তো করবে জিজ্ঞেস,

কোথায় বা আমরা চলেছি?

কিন্তু তার কোনো উত্তর

এখন নেই আমাদের কাছে,

তবুও,নির্জন পাতাঝরা মেঠো পথ 

মাড়িয়ে চলছে আমাদের পদযুগল খানি,

প্রেমের দীপ্তি উৎসর্গ করতে,

প্রেয়সীর সাথে হেঁটেই চলেছি আজি ৷



Rate this content
Log in

Similar bengali poem from Abstract