বলে দিও
বলে দিও
বসন্ত আজ পঞ্চমে এখনো মৃদু মন্দ স্নিগ্ধ
একমুঠো আশা এক ঝাঁপি স্বপ্ন
আর কিছু ভালোবাসা
দিলাম ছড়িয়ে বাতাসে।
ঠিক চলে যাবে তোমার কাছে আনমনে ভেসে
তুমি নিও আদরে জড়িয়ে গায়ে
পরশ পাবে আমার ভালোবাসার মৃদুমন্দ বায়ে।
দুদিন যেতেই চড়বে সপ্তমে
গাইবে তার স্বরে কুউ-উ-কুউ-উ
ছুটবে মন মরবে মরমে
তবু কেউ বুঝবে না ভুল
মন্দ বলবে না তোমায় কেউ।
ভালোবাসি ভালোবাসি বলবে মন
ফুটবে না সে কথা মুখে
বলে দিও রেখোনা মনে
যেদিন পাবে সম্মুখে।
