STORYMIRROR

Rohit Das

Abstract Classics Others

3  

Rohit Das

Abstract Classics Others

নারী

নারী

1 min
706

নারী তুমি অবহেলিত সেই

আদিমকাল থেকে,

নারী তুমি লুণ্ঠিত প্রতিনিয়ত

হিসেবহীন সময়ের খাতাতে।

কালচক্রে বয়ে চলেছে যতই সময়ের ধারা,

নারী তোমার প্রতি ততই যেন অসহিষ্ণু আমরা।

হায় বৃথাই পৃথিবী ডুবেছে আজ

শরীরের আসক্তিতে,

নারী আজ খেলার পাত্রী

নিছক ভালোবাসাতে।

নারী তুমি কত দেবী রূপে পূজিত

এই মর্তধামে,

নারী তুমি আবার প্রতিষ্টিত মায়ের আসনে।

তবু কেন তোমার প্রতি এত লাঞ্ছনা অসহিষ্ণুতা?

কেন রাতের অন্ধকারে এখনো হানিত হয় তোমার শ্লীলতা?

সমান অধিকারের আড়ালে কেন তুমি আজও বন্দী পোশাকের বেড়াজালে,

কেন তোমায় থাকতে হয় আজও সব সময় ওড়নার আড়ালে।

নারী তুমিই পারো বদলে দিতে এই সমাজ প্রতিবাদের ঝড়ে।

তারই একটা ছোট্ট প্রয়াস ফুটে উঠুক

আমার কলমের আঁচড়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract