STORYMIRROR

Shampa Saha

Abstract

4  

Shampa Saha

Abstract

নিয়তি

নিয়তি

1 min
347

কখনো কখনো সত‍্যিটাই বিশ্বাস হয় না,

বিশ্বাস হয় না, এতোটাও পাওনা ছিল,

এতোটাও পাওয়া যেতে পারে!

বিশ্বাস হয় না মরুভূমির ধূ ধূ বালিয়ারীর

এককোণে হঠাৎ বৃষ্টিতে এফেমেরালের হাসি,

বিশ্বাস হয় না ,শান্ত সমুদ্রও

কখনো কখনো সর্বগ্ৰাসী সুনামির উৎস,

যে আগ্নেয়গিরি ঘুমিয়ে ছিল বহুকাল,

তারও বুক চিরে,নেমে আসতে পারে

উদ্দাম,উলঙ্গ,দুঃসাহসী রক্তিম লাভাস্রোত।

কখনো কখনো বন্ধ‍্যা জমিও ফল দেয়,

খালি কোলে খিলখিলিয়ে ওঠে কচি মুখের কলতান।

আসলে তো সবই ইন্দ্রজাল,

নিয়তির নীচু স্বরে গেয়ে যাওয়া,

অশ্রূত, অমোঘ পূর্বনির্ধারিত জয় গান। ©®


Rate this content
Log in

Similar bengali poem from Abstract