STORYMIRROR

Shampa Saha

Abstract Others

3  

Shampa Saha

Abstract Others

লজ্জা

লজ্জা

1 min
286


বিক্রি করি সুখকে আমি বিক্রি করি দুঃখকে

আমি বিরাট কবি ভেবে রোজই দেখি লোক ঠকে

ব্যক্তিগত যা কিছু সব উজাড় করি হাটবাজার

অকিঞ্চন খুদকুঁড়ো সব এক মাণিক ধন সাত রাজার

সবই বেচার জন্য ফেলি কোন খানা খায় পাবলিকে

আমি বড্ড নাম কিনেছি মনের গোপন সব লিখে

ভাবছো বুঝি কবি আমি ভাবের ঘোরে কবিতা

লিখছি শুধু বুঝছি না তো হচ্ছে কি সব অবিদ্যা

হুঁ! হুঁ! বাবা সব বুঝেছি তবুও ন্যাকা সাজতে চাই

অশ্লীলতার আসর সাজাই শিল্প রসের তকমা পাই

এই ভাবে রোজ একটা চুমু দুটো ঠোঁটের ফুলঝুড়ি

আরো আছে এদিক ওদিক নানান রস সাত ভরি

সব মিলিয়ে জবর খানেক ডজন খানেক ছাই আর পাঁশ

লিখছি আমি গিলছে সবাই সত্যি যেন না হয় ফাঁস। 

যার যা খুশি লিখবে তাতে আমার কি আর যায় আসে

তবু কোথাও তীব্র রসে মনের কোমল হাঁসফাঁসে

হোক কবিতা কোমল মতন হোক কবিতা জ্যোৎস্না যে

সত্যি কবির কদর যেন সত্যি পাঠক ঠিক বোঝে

সস্তা চমক, সস্তা খ্যাতি, সস্তা বিবেক বিকছে তাই

নয়তো কবি, পাঠক হয়ে ভীষণ রকম লজ্জা পাই

বড্ড বেশি লজ্জা পাই। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract