হিপোক্রিট
হিপোক্রিট
আজকাল আর কোনো কিছুতে কিছু মনে হয় না
মিথ্যা ভাষণ শুনতে শুনতে কবে যেন নিজেই হিপোক্রিট
বড় বড় বাতেলায় ছেলেমেয়েদের
নিজের পায়ে দাঁড়ানোর মন্ত্র দিয়ে নিজেই খুঁড়িয়ে
ঘাড় গুঁজে হেঁশেলের হিসেবেই হেঁয়ালি খুঁজি
ভালোবাসার নাটক নভেল লিখে
লাইট নিভিয়ে ঘুমোতে যাই একাকী বিছানায়
যে সময় আমার গল্পের নায়িকা
তীব্র জ্বালাময়ী আত্মসম্মানের জ্বলন্ত উদাহরণ
সে সময় হয়তো এক ঘন্টা দেরীতে বাড়ি ফেরার জন্য
স্বামীর কাছে শুনি
"তুমি তো শুয়ে আসো"
যে সময় আমার নায়িকা
সব অসম্মান জ্বলাঞ্জলি দিয়ে
মাথা উঁচু করে হেঁটে যাবার ধৃষ্টতা দেখায়
আমি মাথা গুঁজি আমার অপারগতায়
কিসের এত দুর্বলতা
আমার নায়িকা প্রশ্ন করে বারবার?
সমাজ কে নস্যাৎ করে আমার নায়িকা যখন
বাহবা কুড়ায়
আমি ভয়ে ভয়ে থাকি
লেখাটা আবার কারো খারাপ লাগলো নাকি?
