STORYMIRROR

Shampa Saha

Abstract Inspirational

3  

Shampa Saha

Abstract Inspirational

হিপোক্রিট

হিপোক্রিট

1 min
241


আজকাল আর কোনো কিছুতে কিছু মনে হয় না

মিথ্যা ভাষণ শুনতে শুনতে কবে যেন নিজেই হিপোক্রিট

বড় বড় বাতেলায় ছেলেমেয়েদের 

নিজের পায়ে দাঁড়ানোর মন্ত্র দিয়ে নিজেই খুঁড়িয়ে

ঘাড় গুঁজে হেঁশেলের হিসেবেই হেঁয়ালি খুঁজি

ভালোবাসার নাটক নভেল লিখে 

লাইট নিভিয়ে ঘুমোতে যাই একাকী বিছানায়

যে সময় আমার গল্পের নায়িকা

তীব্র জ্বালাময়ী আত্মসম্মানের জ্বলন্ত উদাহরণ

সে সময় হয়তো এক ঘন্টা দেরীতে বাড়ি ফেরার জন্য

স্বামীর কাছে শুনি

"তুমি তো শুয়ে আসো"

যে সময় আমার নায়িকা

সব অসম্মান জ্বলাঞ্জলি দিয়ে

মাথা উঁচু করে হেঁটে যাবার ধৃষ্টতা দেখায়

আমি মাথা গুঁজি আমার অপারগতায়

কিসের এত দুর্বলতা

আমার নায়িকা প্রশ্ন করে বারবার? 

সমাজ কে নস্যাৎ করে আমার নায়িকা যখন 

বাহবা কুড়ায়

আমি ভয়ে ভয়ে থাকি 

লেখাটা আবার কারো খারাপ লাগলো নাকি? 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract