STORYMIRROR

Shampa Saha

Inspirational Others

3  

Shampa Saha

Inspirational Others

সিঙ্গল মাদার

সিঙ্গল মাদার

1 min
267


সব সময় সিঙ্গল মাদার হতে গেলে যে ডিভোর্সি অথবা বিধবা হতে হবে 

এমন নয়

হয়তো বাচ্চার ন্যাপি , পেটে পঞ্চাশ টা সেলাই নিয়ে তুমিই বদলেছ

সারারাত জেগে সদ্যোজাতর কান্না তুমি সামলেছো একাই

তুমি মা, তাহলে তোমার বাচ্চার এসব করবে কে? 

আমার সোনাটা, মনাটা,আমার নাতি, আমার নাতনী, আমার ছেলে, আমার মেয়ে করে

আদিখ্যেতা করার অনেককে পাবে

কিন্তু হয়তো রাতে বাচ্চার জ্বর থার্মোমিটারে বারবার দেখেছো তুমিই

জল পট্টি দিয়েছো, বা রাত জেগে বালতি বালতি জল মাথায় ঢেলেছো

কনভালশান আছে যে, জ্বর মাথায় ওঠা ঠিক নয়

যখন কেউ অফিস, কেউ বাতের ব্যথা বা দাঁতের ব্যথায় কাতর

অসুস্থ বাচ্চা নিয়ে বারবার ডাক্তারের চেম্বার আর বাড়ি করেছ তুমি একাই

ছেলের হোম ওয়ার্ক বা মেয়ের ক্লাস টেস্ট

অফিস সামলে এগুলোও দেখতে হয়েছে তোমাকেই

তুমি তো মা, তুমি ছাড়া কে দেখবে? 

বাকিরা রেজাল্ট দেখবে

খারাপ হলে দেগে দেবে, "ছেলেমেয়ে মানুষ করতে পারোনি", 

"উচ্চাকাঙ্ক্ষী, নিজেরটা দেখতে গিয়ে মেয়েটাকে গোল্লায় দিয়েছে", জাতীয় কিছু ট্যাগ

সন্তানের পেরেন্টস মিটিং অফিস ছুটি নিয়ে ছুটে গেছো তুমি

শরীর খারাপেও তুমিই লিভের পর লিভ নিয়েছ

"ছেলেমেয়ের অসুখে কি পুরুষ মানুষ ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবে?"

মেয়ের প্রথম পিরিয়ডের ব্যথা বা ছেলের লুকিয়ে প্রথম প্রেম বা সিগারেট খাওয়া

তাতেও নজরদারি তোমারই

তবুও তুমি সিঙ্গল মাদার নও

আর তাহলে কে? 

আর সিঙ্গল মাদারদের কতটা বেশি করতে হয়

তাদের বাচ্চাদের জন্য?


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational