STORYMIRROR

Shampa Saha

Romance Tragedy Fantasy

3  

Shampa Saha

Romance Tragedy Fantasy

প্রত্যাখ্যান

প্রত্যাখ্যান

1 min
373


বারবার তোমার সামনে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে রেখে

নিরুদ্দেশে ঠিকানা হারিয়েছি বহুবার

 অস্ফুট জবারঙা পাপড়িতে

 যখন বাণ ডাকলো প্রলয়ের

     তুমি সাড়া দাও নি কোনোদিন


 ভীষণ ভীষণ ভাবে চেয়েছিলাম

 আমিও স্নান করবো জলে

 তীব্র অবগাহন

প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যাক আমাকেও


ধূসর ধোঁয়াটে অস্বচ্ছ আবেগে

ভেসে যাক ! ভেঙ্গে যাক! ধ্বংস হোক! ধ্বংস হোক সব

ধ্বংসের ভেতরেই থাকে সৃষ্টির বীজ


উন্মুক্ত আকাশে তারাদের ভিড়ে 

এক ধ্রুবোতারা হবার দুঃসাহসে

একে একে নিভিয়েছি

 তোমার আকাশে সতীন তারাদের! 


চাঁদকেও শত্রুভাবাপন্ন মনে

  দিয়েছি অভিশাপ! 

অজানা মেঘে চেয়েছি ঢেকে যাক

বারবার চাঁদের ঐ চাঁদপানা মুখ 


তুমি শুধু আমাকে দেখো

 লাল রঙে গভীরতার গন্ধে 

অসহ্য রহস্যে অস্থিরতায় ডুবে যাও

গভীর নির্জন

সম্পূর্ণ নিমজ্জন


এইটুকু! আর কিছু নয়

 তুমি ফিরে গেলে

এলোনা বৃষ্টি আমার আকাশ জুড়ে 

প্রত্যাখ্যাত আমি

 

একে একে পাপড়ি শুকিয়ে ঝরে পড়ল 

নিভে গেল ধ্রুবতারা

জানো নাকি ?

জবা ফুলের গর্ভকোষ নিষ্ফলা

 যেমন নিষ্ফলা আমার আহ্বান 


আর জন্মে আমি শেয়ালকাঁটা হব

 অথবা ফনিমনসা

অথবা অন্য কোন কাঁটাওয়ালা গাছ


তবে আর যাই হই

 কখনো জবা হব না

ও রূপের না আছে গন্ধ

না আছে মুগ্ধতা 


তা না হলে কি তুমি এভাবে

মুখ ফিরিয়ে নিতে বল? 

পারতে কি এভাবে

ফিরিয়ে নিতে মুখ?


Rate this content
Log in

Similar bengali poem from Romance