STORYMIRROR

Shampa Saha

Romance Fantasy Others

3  

Shampa Saha

Romance Fantasy Others

এক ঢোক জীবন

এক ঢোক জীবন

1 min
261


একটু ছুঁয়ে থাকলে দোষ কি?

 শুধু একটু ছোঁয়া! আকাশ একবার মাটিকে ছোঁবে

মেঘ একবার বৃষ্টি ছোঁবে

নদীর দুই পাড় গলা জড়াজড়ি করে বলবে

এতদিনের জমিয়ে রাখা কথানা হয় একবার, 

একটি বারের জন্য উৎস ছোঁবে মোহনায়

মরু বালিয়ারী ছোঁবে সমুদ্র সৈকতগ্রীষ্ম ছোঁবে শীতের কিনারা

উত্তর মেরু দক্ষিণ মেরুর গালে হাত ছুঁইয়ে বলবে"কেমন আছো?

"অমাবস্যা পূর্ণিমা, আলো অন্ধকার ,কালো সাদাএকসাথে পালন করবে মিলনোৎসব

সব রং মিলেমিশে একাকার হবেশুরু আর শেষ গাইবে মিলনের গান 

গলা মেলাবে সাথে জীবন মরণধনী দরিদ্র ভেদাভেদ মুছে যাবে

একেবারে সত্যি করেএকবার এক মুহূর্তের জন্য

সেই ফাঁকে আমিও তোমায় ছোঁবো একবার

এক মুহূর্তের জন্য হলেওনা হয়

তারপর সব এক রকমই হোক

তারই ফাঁকে গিলে নেবো জীবন এক ঢোঁক


Rate this content
Log in

Similar bengali poem from Romance