পুনর্জন্ম
পুনর্জন্ম
শহরের কড়িকাঠ জুড়ে
হুল্লোড়, ঠেলাঠেলি ভিড়
সকলেই গায়ে মাখে যেন
বিদায়ের সোহাগী আবীর
কে চললো? কেবা দিল ডাক?
সে হিসেবে আর কাজ কি?
তোমার পেছন ধরে আমি
পাততাড়ি গুটিয়ে নি
বসন্ত বাহার যেন আজ
বেরসিক তাল ছেঁড়া সুর
শহরের গায়ে ধুম জ্বর
অসুখটা বেশ বহুদূর
যাবার যে তাড়া লেগে যাবে!
কে জানতো? কে বুঝেছে আগে?
জীবন যে পিছু হটে আজ
মৃত্যু একাকী রাত জাগে!
চাই এক বিপ্লবী স্বর
চাই এক বৈশাখী ঝড়
মৃত্যুর ভিত নড়ে যাক
প্রাণ পাক প্রাণের শহর।
