STORYMIRROR

Shampa Saha

Abstract Inspirational

3  

Shampa Saha

Abstract Inspirational

বিসম কবি

বিসম কবি

1 min
283


কবিতার ধার কমছে যত

কাব্য মারছে ছুড়ি

ছন্দ কবিতা গণ মতামত

উড়িয়েছি দিয়ে তুড়ি

কাব্যের জালে মোহ বেড়াজালে

খাল বিল পরিপূর্ণ

আমার কবিতা বিলাপ প্রলাপ

অশ্লীল পরিপূর্ণ


কলমের ধার কমে নিভু নিভু আঁচ

সযত্নে আত্ম শ্লাঘা

    বাঁচিয়ে ছোঁয়াচে। 


প্রেয়সী পাঠিকা আর জারিত বেদনা

হাস্যকর পরিসমাপ্তি

     শেষটা অজানা। 


খ্যাতির পালক গুঁজে তুঘলকি ভাব

আজ ঘরে খ্যাতি আছে

      সৃষ্টির অভাব। 


সেই কবে লিখেছিলাম অতীত ইতিহাস

আজ দাঁত বার করে

     নির্মম পরিহাস! 


তবু স্তাবকের দল বাহা বাহা গায়

ধুঁয়ো ধরে শুঁয়োপোকা বেদম তেহায়

মালকোষ মালকোঁচা মেরে পরে আছে

ছন্দ সাহিত্য পালিয়েই বাঁচে

কলমের টানে ভাঙি ঘনঘোর দ্বন্ধ

খ্যাতির পুলকে আমি একেবারে অন্ধ


ছন্দেরা কেঁদে যায়

তাল ঘুরপাক খায়

বিসম কবি যে আমি

নেই তাতে সন্দ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract