STORYMIRROR

Arnab Bhattacharya

Abstract

2.5  

Arnab Bhattacharya

Abstract

মুক্তি

মুক্তি

1 min
31.7K


চাই মুক্তি... চাই মুক্তি... চাই মুক্তি...


চাই পাহাড়ের রূক্ষ পথে হেঁটে গিয়ে

সিঁড়ি ভাঙার খেলায় নামতে আর উঠতে,

প্রভাত রবির আলোয়

ঝলসে ওঠা পর্বত শৃঙ্গের দিকে তাকিয়ে

কনকনে হাওয়ায় ঘষা হাতের উত্তাপ নিতে ।


চাই সমুদ্রের শুভ্র ফেনা আর জলরাশির বুকে

আলগা ভেসে নীল আকাশের

জলে মিশে যাওয়া দেখতে,

খালি পায়ে বালিতে আর

কান পেতে ঢেউয়ের গর্জন শুনতে ।


চাই সবুজ আর সবুজের মাঝে হারিয়ে গিয়ে

লক্ষ লক্ষ বৃক্ষের আড়ালে

সূর্যের অস্ত নামা দেখতে,

ঘরে ফেরা পাখিদের কোলাহলে উদাস হয়ে

আর ছুটে চলা বন্যের ঘ্রাণ নিতে ।


চাই লাল মাটির পথে আর বাউলের আখড়াতে

খঞ্জিরাতে তাল তুলে

গলা ছেড়ে গাইতে

কিংবা কোপাইয়ের জলে পা ডুবিয়ে

ছলাৎ ছলাৎ আর সভ্যতা বিনাশী যন্ত্রে -

"ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ।"


চাই শান্ত নোনা জল ঠেলে

ম্যানগ্রোভের পাশ দিয়ে যেতে যেতে

হলুদ কালো ডোরাকাটার পদচালনা অথবা হুঙ্কার,

ভয় বিপদের মাঝে আনন্দ খুঁজে পাওয়ার

চিরকালীন, অদম্য এক অ্যাডভেঞ্চার ।


চাই... চাই... চাই... ।

এ সবই চাই...।


চাই প্রকৃতির পাশে বসে দু দন্ড জিরোতে,

মন ভরে ঝিঁঝিঁর ডাক, পাতা ঝরা

আর ঝরনার শব্দে বিভোর হতে ।

চাই পূর্ণিমার রাতের আঁধারে

কোটি তারার স্নিগ্ধ আলোর ঝলকে

হাত বাড়িয়ে দিগন্তের ওপার ছুঁতে,

একলা একলা নিজের ভেতর

আমি টাকে খুঁজে পাওয়ার খেলায় মাততে ।

চাই একঘেয়ে শহুরে জীবনের থেকে

রোজকার উপেক্ষা আর

মিথ্যে প্রতিশ্রুতির থেকে এক টুকরো ছুটি ।


চাই মুক্তি... চাই মুক্তি... চাই মুক্তি...

চাই এক দীর্ঘকালীন, বহমান মুক্তি... ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract